৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় টি-১০ ক্রিকেট লীগের টীম ড্রাফট সম্পন্ন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জাতীয় ক্রিকেটার আবুল হাসান রাজুর সার্বিক তত্বাবধানে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হার্নডন বেঙ্গল ইউএসএ এর আয়োজনে ‘টি-১০ ক্রিকেট লীগ ২০২১’-এর টীম ড্রাফট সম্পন্ন হয়েছে।
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু’র পরিচালনায় কুলাউড়া শহরের এক অভিজাত রেস্টুরেন্টে রোববার রাতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কৃতি ক্রিকেটার আবুল হাসান রাজু। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু। সভায় অন্যান্যের মধ্যে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, বর্তমান সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনসহ সাংবাদিকবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২ দলের টীম ম্যানেজার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, খেলোয়াড়বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে অংশগ্রহণকারী বিভিন্ন টিমের ড্র অনুষ্ঠান করে টীম ড্রাফট সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য ‘টি-১০ ক্রিকেট লীগে’ আনবিটেন কুলাউড়া, সোনার বাংলা যুব সংঘ আলালপুর, জয়পাশা রয়েল, কাছুরকাপন ক্লাব, ইলেভেন স্টার উত্তর কুলাউড়া, খালেদ খান,ক্রীড়াচক্র, শাকিল চ্যালেঞ্জার, রাজীব স্মৃতি কৌলা, বয়েজ ক্লাব মিটুপুর, ইউনিক ভাটেরা, জগন্নাথপুর যুবসংঘ ও কুলাউড়া লিজেন্টসহ মোট ১২টি দল অংশগ্রহণ করবে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা গেছে।

479 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন