প্রকাশিত: মার্চ ১৩, ২০২১
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলার গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার উন্নয়নে বিশিষ্ট ব্যবসায়ী রোমান আহমদ ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। মাদ্রাসা সুপার মাও. শামছুল হক এর পরিচালনায় শনিবার মাদ্রাসা ভবনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম জাহেদ এর হাতে ২ লাখ ১ হাজার টাকার চেক প্রদান করেন ব্যবসায়ী রোমান আহমদ। এ সময় মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার উন্নয়নে উক্ত ব্যবসায়ীর আর্থিক সহযোগিতার জন্য সভাপতি মো. শফিকুল ইসলাম জাহেদ তাকে মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামীতেও তার সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভূকশিমইল ই্উনিয়নের মৃত মো. আব্দুল ওয়াহিদ এর পুত্র রোমান আহমদ সিলেট শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।