প্রকাশিত: মার্চ ১৩, ২০২১
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া পৌর সভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। প্যানেল মেয়র নির্বাচনে গোপন ভোটের মাধ্যমে প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৪ নং ওয়ার্ডের ৩য় বারের নির্বাচিত কাউন্সিলার তানভীর আহমদ শাওন। এছাড়া প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৭নং ওয়ার্ডের ২য় বারের নির্বাচিত কাউন্সিলার হারুনুর রশীদ ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের ৩নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার সুলতানা বেগম লাইলী। প্যানেল মেয়র ৩ পদের নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১২ জন কাউন্সিলার ভোট প্রদান করেন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্যানেল মেয়র-১ পদের প্রার্থী ৯নং ওয়ার্ডে ৫ম বারের নির্বাচিত কাউন্সিলার ও ৩য় বারের সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, প্যানেল মেয়র-২ পদের প্রার্থী ১নং ওয়ার্ডের ২য় বারের নির্বাচিত কাউন্সিলার লোকমান আলী এবং প্যানেল মেয়র-৩ পদের প্রার্থী সংরক্ষিত নারী কাউন্সিলার সুফিয়া রহমান ও তাসলিমা সুলতানা (মনি) প্যানেল মেয়র নির্বাচনে পরাজিত হয়েছেন।