১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় এমপি সুলতান মনসুরের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট: মার্চ ১১, ২০২১

Img 20210311 142531
ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মুজিব জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নারী দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তাঁর বরাদ্দ থেকে কুলাউড়া উপজেলার প্রত্যেক ইউনিয়নের নির্বাচিত নারী সদস্যদের জন্য ৩৯টি গভীর নলকূপ বরাদ্দ দিয়েছেন। এমপি জানান, নারীরা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তারা নির্বাচিত সদস্য হয়েও সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। অথচ সরকারের সকল কার্যক্রমে তাদের অংশগ্রহণ রয়েছে। তিনি এসব চিন্তা থেকে তাদেরকে গভীর নলকূপ বরাদ্দের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।
এমপি সুলতান মনসুরের বরাদ্দকৃত ৩৯টি গভীর নলকূপ যে সব নারী সদস্যরা পেয়েছেন তারা হলেন শেফালী বেগম, শিরিন আক্তার, শেলী আক্তার, পিয়ারা বেগম, রুশনা বেগম, হালিমা আক্তার, আয়নব বেগম, হেনা বেগম, হেনা বেগম, নাদেরা খানম, সেলিনা বেগম, আমিরুন নেছা, মোছা. পারভীন বেগম, সাবিত্রী কানু, মোছা. মনোয়ারা বেগম, জেসমিন বেগম, বেদেনা বেগম, রেখা রাণী দাশ, মিনারা বেগম, বিন্দা রাণী গোয়ালা, বিভা রানী দেবনাথ, হেপি বেগম, সমছুন বেগম, কলি রানী চৌধুরী, প্রিয়া বেগম মনি, মেহেরজান বেগম, শিবানী রাণী, প্রনতী আচার্য্য, মাধবী রানী দেব, রাবেয়া বেগম, রাবেয়া বেগম, বিষকা কানু, নিপা রানী দাশ, রেজিয়া খানম, মোছা. আমেনা খাতুন, নেহার বেগম, লায়লা বেগম, শিল্পী রাণী দেব, লক্ষী রাণী গোয়ালা।

1041 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন