প্রকাশিত: মার্চ ৯, ২০২১
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন থেকে ৯৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কাদিপুর ইউনিয়নের কৌলারশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর কৌলারশি এলাকার মৃত আতাউর রহমান ওরফে মনছর মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই শাহিন হোসেন ও এসআই মাসুদ আলম ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৮ মার্চ) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কৌলারশি এলাকা থেকে ৯৭ পিছ ইয়াবাসহ আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী বক্কর দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এর আগেও তাকে কয়েকবার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ইয়াবাসহ গ্রেপ্তার বক্করকে মঙ্গলবার (৯ মার্চ) মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হবে।