প্রকাশিত: মার্চ ৭, ২০২১
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে রোববার ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুসহ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম তনয়ের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, পিআইও মো. শিমুল আলী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসার, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, প্রভাষক খালিক উদ্দিন প্রমুখ।
সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২১ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ বিশেষ অতিথিবৃন্দ।