প্রকাশিত: মার্চ ৭, ২০২১
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা এলাকায় ১৮ বছরের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক রাহিন উদ্দিন (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাহিন মধ্য কৌলার মৃত সফর উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ মার্চ) দুপুরে পূর্বপরিচিত ঐ তরুণীর বাড়িতে যায় একই এলাকার বাসিন্দা রাহিন উদ্দিন। বাড়িতে কেউ না থাকায় রাহিন ঐ তরুণীর মুখে চাপ দিয়ে ধরে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার তরুণী তখন শোর চিৎকার দিলে তরুণীর সৎ মা ও বোন এসে ধর্ষক রাহিনকে আটকানোর চেষ্টা করলে তখন সে ঘর থেকে পালিয়ে যায়।
পরে ধর্ষণের শিকার ঐ তরুণী শনিবার (৬ মার্চ) রাতে নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় গিয়ে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই রবিবার (৭ মার্চ) ভোরে ধর্ষক রাহিনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে রাহিনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি রাহিন উদ্দিনকে গ্রেপ্তার করে রবিবার (৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।