প্রকাশিত: মার্চ ৫, ২০২১
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার রাতে আন্ত:জেলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে রাত ৮টায় টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নিয়াজুল তায়েফ এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক রাসেল আহমদ, কোষাধ্যক্ষ তারেক হাসান, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান চ্যাম্পিয়ন রনি জুয়েলার্স মৌলভীবাজার জুটি ও রানার্স আপ নিজাম জুটি ভূকশিমইল দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।