৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া পৌরসভা মেয়রের পিতার কুলখানি সম্পন্ন

প্রকাশিত: মার্চ ৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর পিতা কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল বারী ওরফে ছমরু মিয়ার কুলখানি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। পৌর শহরের কাছুরকাপনস্থ নিজ বাড়িতে আয়োজিত কুলখানিতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এড. মাহবুব আলম শামীম, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, হাজী আব্দুল বারী ওরফে ছমরু মিয়া গত শনিবার রাত ৯.২০ মিনিটে শহরের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি পৌর মেয়র সিপারসহ ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

621 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন