৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭তম বার্ষিক সাধারণ সভা বুধবার পল্লী ভবনের হলরুমে অনুষ্টিত হয়েছে।
বিআরডিবির সভাপতি ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনা সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন, সাংবাদিক আজিজুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, পরিচালক মো. ছোওয়াব আলী, সাবেক পরিচালক আব্দুল মতলিব। আরও বক্তব্য রাখেন গিয়াছ মিয়া, লছমন নারায়ন নাইড়ু, জোৎসনা বেগম। সভায় ২০২১-২০২২ অর্থ বছরের ২.৮৯.০১০০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট উপস্থাপন করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন।

499 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন