৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ফ্রান্স যুবলীগ নেতা সাহান সহিকের মাতার জানাজা সম্পন্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ফ্রান্স যুবলীগ নেতা লুৎফুর রহমান সাহান সহিকের মাতার জানাজা সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৮ জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ফ্রান্স যুবলীগ নেতা লুৎফুর রহমান সাহান সহিকের মাতা উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। পরদিন ১৯ জানুয়ারি দুপুরে কামারকান্দি স্থানীয় গোরস্থানে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমেদ কমরু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার আহমেদ, জয়চণ্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মাহবুব, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা যুবলীগের সাবেক সদস্য আবু মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সহিদ, আব্দুল ওহাব বাদশা, উসমান খান ফয়েজ, হাজী ছায়েদ উদ্দিন মান্না, ফয়জুর রহমান সেলু, ফয়ছল আহমদ, সালমান খান রুয়েল, কামরুল হাসান জাবেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

401 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন