১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য পদে রদবদল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য পদে রদবদল করা হয়েছে। এতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ্এর পরিবর্তে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে সদস্য পদে অন্তর্ভুক্তকরণ করা হয়েছে বলে দলীয় ্এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ এর স্বাক্ষরিত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, সুপ্রীম কোর্টের একজন সিনিয়র আইনজীবি ও একজন আইনজ্ঞ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে আ্ইন ও প্রচলিত প্রথার কোন ব্যত্যয় ঘটেনি। অথচ অনেকে এ বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটিকে সকল বিতর্কের উর্ধেŸ রাখা এবং জনমানসে অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও যাতে বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য বিশেষজ্ঞ সদস্য হিসেবে অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ্এর পরিবর্তে সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে সদস্য পদে অন্তর্ভুক্তকরণ করা হয়েছে।

652 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন