৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহান শহীদ দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

কাওছার ইকবালঃ সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। মৌলভীবাজার রোডস্থ লেবার হাউস মিলনায়তনে “ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সমন্বয়ক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সমাজসেবক দ্বিজেন্দ্র লাল রায়, মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, দ্বারিকা পাল ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সমাজ সেবক জগদ্বীশ সেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসীনী সিনহা, শ্রীমঙ্গল কচি-কাঁচার মেলার সভাপতি আলপনা সেন, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, কবি অবিনাশ আচার্য ও চন্দন কৃষ্ণ পাল, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী প্রমূখ।

548 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন