প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১
অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরুতে রাত ১২-০১ মিনিটে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে কুলাউড়া শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এমপির পক্ষে পুস্পার্ঘ অর্পণে অংশ নেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর,সাবেক সেচ্ছাসেবকলীগ হোসেন মনসুর, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী, এমপির বিশেষ সহকারী শেখ রুহেল আহমদ প্রমুখ।