প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১
এস আর অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর এলাকায় র্যাব-৯ এর অভিযানে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমান বিদেশী মদ ও নগদ টাকাসহ মঞ্জুর আলী নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি এর নেতৃত্বে মেজর আহমেদ নোমান জাকি ও লেঃ কমাঃ সিঞ্চন আহমেদ এর সহযোগিতায় শনিবার কুলাউড়া উপজেলার শরীফপুর ই্উনিয়নের ইটারঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইটারঘাট নিবাসী পেশাদার মাদক কারবারি মঞ্জুর আলীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে ২৮১ বোতল বিদেশী মদসহ নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মঞ্জুর আলী ইটারঘাট নিবাসী ওয়াতিয়ার আলীর পুত্র। পরে র্যাব উদ্ধারকৃত মদ-টাকাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।