প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১
এস আর অনি চৌধুরী :: বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটিতে সদস্য হিসেবে কুলাউড়া উপজেলার তিন কৃতি সন্তান স্থান পেয়েছেন। যারা উপ-কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন (তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি), সাদরুল আহমদ খাঁন পলিট (অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি) ও সাঈদ খাঁন শাওন (তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি)। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।
উপ-কমিটিতে স্থান পাওয়া তিন সদস্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন (তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি) কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে-ভূকশিমইল নিবাসী ঢাকা হাইকোর্টের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিষ্টার মরহুম এম এ গনির পুত্র, জাতীয় সংসদ এর অবসরপ্রাপ্ত ডেপুটি সার্জেন্ট এট আর্মস সাদরুল আহমদ খাঁন পলিট (অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি) কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ নিবাসী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ খানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ খাঁন শাওন (তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি) কুলাউড়া পৌরসভার ছাতলগাও নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মুহিম খানের পুত্র। তারা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।