১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় টিলা কাটার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সিরাজনগর চা বাগান সংলগ্ন এলাকায় টিলা কাটার অপরাধে ৩ জনকে আটক করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও ফরহাদ চৌধুরী জানান, অবৈধভাবে সিরাজনগর চা বাগান সংলগ্ন এলাকায় টিলা কাটার খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর এলাকার আজিজুল ইসলাম, পশ্চিম জালালাবাদ এলাকার আলম উদ্দিন ও মির্জাপুর এলাকার রুহেল মিয়াসহ ৩ জনকে তিনটি ট্রাকসহ আটক করা হয়। পরে মোবাইল কোর্টে আটক ৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা জরিমানা টাকা পরিশোধ করে মুক্তি লাভ করে।
ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানার পুলিশ সহযোগিতা করে।

548 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন