১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত! রেলযোগাযোগ বন্ধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী কুলাউড়া থেকে:: কুলাউড়া উপজেলার ভাটেরায় একটি তেলবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন দুপুর ২টার দিকে ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছার পর একটি বগীর চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানিয়েছেন।
এছাড়া ট্রেন লাইনচ্যুতের খবর পেয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ওসি জানান, রেলযোগাযোগ চালু না হওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করবে।

622 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন