প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১
এস আর অনি চৌধুরী :: মৌলভীবাজার-২ আসনের জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস প্রতিষেধক গ্রহণ (কোভিড ভ্যাকসিন) করেছেন। জাতীয় সংসদ ভবন চত্তরে বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। ঐ দিন তার সাথে তার সহধর্মিনীও ভ্যাকসিন গ্রহণ করেছেন। তাদেরকে ভ্যাকসিন প্রদান করেন স্বাস্থ্যকর্মী কাকলী রানী বেপারী।
এমপি সুলতান মনসুর স্বপরিবারে টিকা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার সংসদীয় আসনে কুলাউড়ার কাজ চালিয়ে যাচ্ছি। গত ৭ ফেব্রুয়ারি টেলিকনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে কুলাউড়ার ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে কুলাউড়ার অনেকেই স্বতঃস্ফুর্ত হয়ে টিকা গ্রহণ করেছেন। তিনি কুলাউড়াবাসীকে আশ্বস্ত করে বলেন, ৪০ উর্দ্ধোসহ সকলেই টিকা পাবেন এবং নির্ভয়ে তা গ্রহণ করবেন। এতে করে জনমনে সৃষ্ট আতংক দুরীভুত হবে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার অভিযাত্রায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।