৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় ঐতিহাসিক বদরপুরী (রহঃ)’র ইছালে সওয়াব সম্পন্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলা শহরের আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে শাহ্ ছূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা আবু ইউছুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহ.)’র ৬২ তম ইছালে সওয়াব উপলক্ষে রোববার সকাল থেকে আয়োজিত দেশ বিদেশের ফুলতলী (রহ.)’র হাজার হাজার মুরিদীন-মুহব্বিনগনের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহাসিক আজিমুশ্বান জলছা মাহফিল সোমবার ভোরে সম্পন্ন হয়েছে।
মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ এর সার্বিক তত্বাবধানে ও অধ্যক্ষ মাওলানা নোমান রহমানের পরিচালনায় মাহফিলে মুল বয়ান পেশ করেন ফুলতলী (রহ.)’র বড় ছাহেব ক্বিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী।
অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ড: আব্দুল কাদির, সহকারী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী, জালালপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মুনইম মনজলালী, রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ শিহাব উদ্দিন আলীপুরী, মুফতি শাহ আলম ঢাকা ও আজিজুর রহমান দনপুরি প্রমুখ।
এছাড়া মাহফিল অনুষ্টানে আলালপুর আলহাজ্ব আত্তরখান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চারজন ছাত্র এ বছরে কোরআন হিফজ সম্পন্ন করায় কুলাউড়া উপজেলার আব্দুল্লাহ আল মোসাদ্দিক ও মোজাহিদ তানভীর, জুড়ি উপজেলার যাওয়াদ জাকারিয়া আহমদ ও কমলগঞ্জ উপজেলার কামরুল হাসান বখসকে পাগড়ি প্রদান করেন আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। রোববার সকাল থেকে পরদিন সোমবার ফজর পর্যন্ত ত্বরিকতের বুজুর্গগন যিকির আজকারসহ মুল্যবান বয়ান শেষে বাদ ফজর ইহকালের শান্তি, পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

598 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন