১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঐ বৃদ্ধার শরীর থেকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই মো. দিলদার হোসেন বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ রবিবার দুপুর ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় এক অজ্ঞাত বৃদ্ধা রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধা মারা যান। তিনি আরও জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

736 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন