১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া পৌরসভায় দ্বিতীয় ধাপের নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করেছেন। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নেন কুলাউড়া পৌরসভার প্রথমবারের মতো নৌকা মার্কা নিয়ে নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এছাড়াও ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে লোকমান আলী, কায়ছার আরিফ, মনজুরুল আলম চৌধুরী খোকন, তানভির আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহিরুল ইসলাম খাঁন খসরু, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী ছোহেল, জয়নাল আবেদিন বাচ্চু এবং সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া রহমান, তাসলিমা সুলতানা (মনি) ও লাইলি বেগম। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ, স্থানীয় সরকার পরিচালক মো. ফজলুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

515 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন