প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১
এস আর অনি চৌধুরী: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে পূর্ব ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় শামীম নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের সুফিয়ান গং দের সাথে চাচাত ভাই ডুবাই প্রবাসী শামীম গংদের দীর্ঘদিন যাবৎ একই বাড়ির পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলাকালে প্রতিপক্ষের হামলায় দুবাই প্রবাসী শামীম নিহত হয়। পরে শামীমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।