১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

প্রিয় কুলাউড়ার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: জনপ্রিয় এবং বস্তুনিষ্ঠ অনলাইন গণমাধ্যম প্রিয় কুলাউড়ার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টায় স্টেশন রোডস্থ এক অভিজাত রেস্টুরেন্ট কিচেন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সম্পাদক এ কে এম জাবের এর সভাপতিত্বে ও নাজমুল বারী সোহেল এর পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া সাংবাদিক সমিতি সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রিয় কুলাউড়ার পরিচালক হেমন্ত চন্দ্র পাল, সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ ও বার্তা সম্পাদক এস আলম সুমন, ব্যবসায়ী নাছির জামান খান জাকি, কুলাউড়া মুক্ত স্কাউট এর সাধারণ সম্পাদক সামছু উদ্দিন বাবু, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভির, গনজাগরণ প্রতিনিধি এনামুল আলম, দৈনিক অধিকার প্রতিনিধি এস আর অনি চৌধুরী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, অনুলিপির প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কুলাউড়া টাইমস টিভির বার্তা সম্পাদক শাকির আহমদ, ডেইলি বিডি মেইল প্রতিনিধি ফাহিম ইকবাল চৌধুরী, আজহার মুনিম শাফিন, প্রিয় কুলাউড়ার বিশেষ প্রতিনিধি মাসুদ আহমেদ, পাবেল বক্স প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া যাত্রা শুরু করে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাশাপাশি সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।

575 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন