প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১
ডেক্স রিপোর্টঃ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের উদ্যোগে জুড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জুড়ী বাজার সংলগ্ন দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের জেলা টেরিটরি অফিসার সাফওয়ান মোঃ সামস, অপারেশন ইনচার্জ পার্বণ কমিউনিকেশন মোঃ কাওছার ইকবাল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অশোক কুমার পাল, সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, রতœা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বণ কমিউনিকেশনের ব্যবস্থাপক সুমন দেবানাথ, ডিএসও নয়ন দাশ, টিএমও হাসান মাহমুদ।
সভায় নগদের জেলা টেরিটরি অফিসার সাফওয়ান মোঃ সামস ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদে লেনদেন, ক্যাশ আউট, ক্যাশ ইন এবং সঞ্চয়ের সহজ হিসাব নিকাশ তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাপনের বিষয়টি বিবেচনা করে নগদ একাউন্ট খোলাসহ ডিজিটাল লেনদেনের অন্যান্য বিষয়গুলোও মানুষের কাছে সহজতর করে দিয়েছে। বিশেষ করে লেনদেনে অন্যান্য এমএফএস কোম্পানি যেখানে এক হাজার টাকায় নিচ্ছে ১৮.৫০ টাকা, সেখানে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদে খরছ ভ্যাটসহ মাত্র সাড়ে ১১ টাকা। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকরা বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে নগদে লেনদেনের বিষয়ে ব্যাপক ধারণা লাভ করেন।