প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে সিপিএ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু টুর্নামেন্টের সফলতা কামনা করে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া এনসি সরকারী মডেল স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ। টুর্নামেন্টে ৫৫টি দল অংশগ্রহণ করছে বলে জানা গেছে।