২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলার উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের উদ্যোগে লাইলাক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সেলিনা চৌধুরীর পক্ষ থেকে উপজেলার টিলাগাঁও বৈদ্যশাসন এলাকায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মুজির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাম মাহমুদ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। প্রধান বক্তা ছিলেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। বিশেষ অতিথি ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, টিলাগাঁও ওয়াফ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক, সৈকত তরুণ সংঘের সভাপতি মোঃ মুহিবুর রহমান আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, উদার দিগন্ত’র উপদেষ্টা জাহিদুল ইসলাম, কুলাউড়ার ডাক পত্রিকার চীফ রিপোর্টার রাসেল আহমদ, টিলাগাঁও ইউনিয়নের মেম্বার মোঃ সুলতান মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন প্রবাসী কল্যাণ গ্রুপের উপদেষ্টা সায়েদ আহমদ সাদসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। বক্তারা উদার দিগন্তের মহৎ উদ্যোগে সাড়া দিয়ে সমাজসেবামূলক কাজে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে এসে দাড়ানোর জন্য সেলিনা চৌধুরীসহ তার ঐতিহ্যবাহী পরিবারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

649 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন