২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার প্রবীণ চিকিৎসক ননী গোপাল মিত্রের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলাধীন পৌর শহরস্থ মিত্র কুঠির নিবাসি প্রবীণ চিকিৎসক ডা. ননী গোপাল মিত্র’র অন্তেষ্টিক্রিয়া মঙ্গলবার সকার ১১ টায় কুলাউড়া মহাশ্মসানঘাটে অনুষ্ঠিত হয়েছে। অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্বজনরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া শহরের সকলের সুপরিচিত, প্রবীণ চিকিৎসক ডা. ননী গোপাল মিত্র গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ বাজারস্থ তার নিজ বাসা মিত্র কুঠিরে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি গরীব-দুখী মানুষের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ডা. ননী গোপাল মিত্র উদীচী কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পিতা।
শোক প্রকাশ: ডা. ননী গোপাল মিত্র’র পরলোকগমনে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, সাবেক এমপি মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পিযুষ কান্তি সেন ও সম্পাদক পংকজ রায় মুন্না,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মৌলভীবাজার জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলীর সদস্য খন্দকার লুৎফুর রহমান, জেলা সভাপতি এড. মকবুল হোসেন ও সম্পাদক এড. নিলিমেষ ঘোষ, সহ-সম্পাদক এড. মাসুক মিয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, সম্পাদক মো. খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ, ইউকে কুলাউড়া সমিতির সভাপতি মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য ও সম্পাদক গৌরা দেসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

744 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন