প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১
স্টাফ রিপোর্ট :: সদ্য ঘোষিত কুলাউড়া উপজেলা ছাত্রদলের পকেট কমিটি প্রত্যাখ্যান করে তদন্তের মাধ্যমে নতুন কমিটি দেয়ার দাবিতে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানার নেতৃত্বে মৌলভীবাজার জেলা ছাত্রদল ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক বাছিদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জসিম আহমেদ, ইমদাদ হোসেন, সাইফ খাঁন শান্ত, ইমন হোসাইন, সাহান নিয়াজি, এফ কে নাইম, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তৌহিদ, ভূকশিমইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া আলম মিতুল, ছাত্রদল নেতা তানভীর আহমদ লালন, রুস্তাব, নুরুল, অভি, জুম্মান, শুভ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌমুহনীতে এক পথ সভায় উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, সদ্য ঘোষিত উপজেলা কমিটি প্রত্যাখ্যান করে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিকে প্রত্যাহার করে তদন্তের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে উপজেলা ছাত্রদলের কমিটি দেয়ার আহবান জানান।