২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নগদের উদ্যোক্তা সমাবেশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের উদ্যোক্তা সমাবেশ ও পুরস্কার বিতরণ মঙ্গলবার বড়লেখায় অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার নগদের এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সেরা উদ্যোক্তার পুরস্কার বিজয়ীকে মোটরসাইকেলের চাবি আনুষ্ঠানিকভাবে হস্থান্তর করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট গোপাল দত্ত বাবলু, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহমেদ, নগদের হবিগঞ্জ-মৌলভীবাজার এরিয়া ম্যানেজার আবুল বাসার, মৌলভীবাজার জেলা টেরিটরি অফিসার সাফওয়ান মোহাম্মদ সামস্, নগদের ডিস্ট্রিবিউটার জহর তরফদার, অপারেশন ইনচার্জ মোঃ কাওছার ইকবাল, ডিস্ট্রিবিউশন ম্যানেজার সুমন দেবনাথ প্রমূখ।
সমাবেশে ঈদ ক্যাম্পেইনে সেরা পুরস্কার মোটর সাইকেল বিজয়ী হামজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আজিজ, রানারআপ এলিডি টিভি বিজয়ী এসকে টেলিকমের স্বত্বাধিকারী সাকের খানকে বিজয়ীর পুরস্কার তুলে দেন অতিথিরা।

882 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন