প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির নুতন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ মোঃ মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মোঃ কামাল হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির পুরাতন কমিটি বাতিল করে আহ্বায়ক পদে মোঃ খুরশীদ উল্লাহ মাষ্টার ও সদস্য সচিব পদে মোঃ মবশি^র আলীসহ ১২৯ সদস্য বিশিষ্ট নুতন আহ্বায়ক কমিটিকে অনুমোদন প্রদান করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আজির মিয়া, এস এম ছিদ্দিক আহমদ লোকমান, মোঃ আপ্তাব উদ্দিন আহমদ ও মোঃ মফিজ খান।
অপরদিকে কুলাউড়া উপজেলা পৌর জাতীয় পার্টির পুরাতন কমিটি বাতিল করে আহ্বায়ক পদে মোঃ মুহিবুর রহমান লাল মাষ্টার ও সদস্য সচিব পদে মোঃ শফিউল আলম চৌধুরী পাপনসহ ৭১ সদস্য বিশিষ্ট নুতন আহ্বায়ক কমিটিকে অনুমোদন প্রদান করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক হাজী আব্দুর রকিব, মোঃ বশির মিয়া, আব্দুল ওয়াহিদ ফুল, মোঃ হারিছ আলী মাষ্টার ও মোঃ হাজির আলী।