প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজ রোববার সকালে শহরের তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আমিনুল ট্রেডার্স এর নিকটে এক সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতরভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।