২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার ঘাগটিয়া থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলাধীন ঘাগটিয়া এলাকা থেকে এক অজ্ঞাত অটোরিকশা (ব্যাটারিচালিত) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া স্কুলের সন্নিকটে সোমবার সন্ধ্যার পর রাস্তার এক টার্নিংয়ে অটোরিকশার নীচে চাপা পড়া অবস্থায় এক অজ্ঞাত রিকশা চালকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রমজান আলীকে জানালে তিনি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

952 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন