প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১
ডেক্স রিপোর্ট :: হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নি¤œ আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে নিজের জন্মদিন উদযাপন না করে, সেই টাকায় কুলাউড়ায় শীতার্ত ছিন্নমূল মানুষকে কম্বল উপহার দিয়েছেন তরুন সাংবাদিক এস আর অনি চৌধুরী।
রোববার দুপুরে নিজের জন্মদিন উপলক্ষে শহরের চৌমুহনী ও রেলস্টেশন এলাকায় ঘুরে ঘুরে প্রায় অর্ধশত অসহায় ও দুস্থ মানুষের মধ্য এসব কম্বল বিতরণ করেন। তিনি দৈনিক অধিকার এর কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর ছেলে।
তিনি বলেন, ১০ জানুয়ারি আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে আমার এ সামান্য আয়োজন। তিনি এই শীতে সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। উল্লেখ্য, গত বছরের জন্মদিনেও তিনি কুলাউড়ার বিস্কুটি এতিমখানায় এতিম ছাত্রদের নিয়ে নিজের জন্মদিবস উদযাপন করেন।