প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লংঘন করায় বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এর নেতৃত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবালসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রচারণায় অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার, দেয়ালে পোস্টার ও ষ্টীকার লাগানো, বিলবোর্ড লাগানোর অপরাধে ৭ জন কাউন্সিলার প্রার্থীকে মোট ১৮ হাজার টাকা অর্থদন্ড করে জরিমানা আদায় করা হয়েছে।
যাদের বিরুদ্ধে অর্থদন্ড করা হয়েছে তারা হলেন- ৩নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মস্তফা সালেহ আহমদ ৩ হাজার টাকা ও কামাল আহমদ ৪ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জহির খান ৩ হাজার টাকা, ৯নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জয়নাল আবেদীন বাচ্চু ৩ হাজার টাকা, মাসুক মিয়া ৩ হাজার টাকা, ইশ্রাব আলী ১ হাজার টাকা ও সংরক্ষিত ২ নং ওয়ার্ডের প্রার্থী আনোয়ারা বেগম ১ হাজার টাকাসহ মোট ৭জন প্রার্থীকে ১৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়। উল্লেখ্য, এনিয়ে ৩ দিনের অভিযানে ২৩ জন প্রার্থীর কাছ থেকে জরিমানা করে মোট ৯৫ হাজার টাকা টাকা আদায় করা হয়েছে।