১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী, কুলাউড়া :: কুলাউড়া থানা পুলিশের এক ঝটিকা অভিযানে ১৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে এসআই মাসুদ আলম ভূঞা ও এএসআই তপন দেব কুলাউড়া পৌরসভা এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। ডাকাত ইদ্রিস আলী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার পশ্চিম ভাদেশ্বর নিবাসী মৃত কুতুব আলী ওরফে খতুব আলীর ছেলে।
ওসি বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ থানা, সিলেট এর জিআর ১৯৯/২০১২ খ্রিঃ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও জিআর ১৫৭/১৩ (গোলাপগঞ্জ) মামলায় ০৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে। এছাড়া উক্ত আসামির বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

979 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন