প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সমর্থনে কুলাউড়া পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেছেন, নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে দলের নেতা-কর্মীদের সুশৃংখল রাজনৈতিক কৌশলী হয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে আগামীতে আওয়ামীলীগে তাদের ঠাই হবে না।
কুলাউড়া পৌর আওয়ামীগের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরা দে’র পরিচালনায় বৃহস্পতিবার সকালে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সভায় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক আরও বলেন,ধর্মের নামে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হয়ে সোচ্চার হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা যুবলীগ সম্পাদক রেজাউর রহমান সুমন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সম্পাদক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ