প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে মঙ্গলবার বাছাইয়ে বর্তমান ৪ বারের নির্বাচিত কাউন্সিলার ও প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চুসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. আহসান ইকবাল জানান, পৌরসভার নির্বাচনী তফশীল অনুযায়ী মঙ্গলবার বাছাইয়ে বর্তমান ৪ বারের নির্বাচিত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার ও প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, ২ নং ওয়ার্ডের আশরাফ উদ্দিন সাবু ও ৫নং ওয়ার্ডের মো. মুরাদ আহমদসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা জানান, বাতিলকৃত ৩ প্রার্থী তাদের হলফনামায় মামলা সংক্রান্ত বিষয় গোপন রাখায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি আরও জানান, বাছাইতে ৪ মেয়র প্রার্থী ও কাউন্সিলার প্রার্থী ৪৬ জনসহ মোট ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।