৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের রাঙ্গিছড়া এজেন্ট শাখা উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া ইসলামী ব্যাংক শাখার অধীনে গ্রাহকদের সুবিধার্থে রোববার বিকেলে কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধনকালে এজেন্ট শাখার সফলতা কামনা করে অত্রাঞ্চলের মানুষের উন্নতমানের সেবা দিয়ে ইসলামী ব্যাংকের ধারাবাহিক সাফল্য অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার হেড অব ব্রাঞ্চ মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার মুহাম্মাদ আরিফুল হকের পরিচালনায় এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা ভবনে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গিছড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার ইনচার্জ রহিম আল সফর।


কুলাউড়া শাখার হেড অব ব্রাঞ্চ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ও ব্যাংকিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে দেশের আনাচে-কানাচে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা ছড়িয়ে দেয়া হচ্ছে। সভাশেষে দোয়া পরিচালনা করেন বাবনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন।

671 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন