১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নৈশ প্রহরীদের পুলিশের রিপ্লেকটিং ব্যাচ ও বাঁশি প্রদান

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা শহরের কুলাউড়া বাজারের রাত্রিকালিন পাহারা জোরদার করার লক্ষ্যে কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে সমিতির নৈশ প্রহরীদের মধ্যে রিপ্লেকটিং ব্যাচ ও উন্নতমানের বাঁশি বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে কুলাউড়া থানা ভবনে ব্যবসায়ী কল্যাণ সমিতির নৈশ প্রহরীদের এসব ব্যাচ ও বাঁশি প্রদান করা হয়।
এ সময় নৈশ প্রহরীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। এছাড়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই।

591 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন