১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার সুবিধাবঞ্চিত পথশিশুদের প্রধানমন্ত্রীর উপহার ‘কম্বল’ বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়ায় উন্মুক্ত শিক্ষাঙ্গন আলোর পাঠশালার সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার কম্বল ৪০জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি গত শুক্রবার বিকেলে পথশিশুদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করেন।
কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের নির্ধারিত এক স্থানে স্থানীয় একদল তরুন যুবকদের ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ীভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে প্রতি শুক্রবার বিকেল ৩ ঘটিকা হইতে ৫ ঘটিকা পর্যন্ত পাঠদানের মাধ্যমে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়টি উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে ও কতিপয় শুভাকাঙ্কিদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। বর্তমানে করোনা মহামারী ভাইরাসের প্রার্দুভাবের কারণে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টি বন্ধ রয়েছে। বিদ্যালয় বন্ধ থাকলেও বিদ্যালয় সংশ্লিষ্ট উদ্যোক্তারা নিয়মিত খোঁজ-খবর রাখছেন বিদ্যালয়ে আসা পথশিশুদের। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার কম্বল কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি তার নিজ বরাদ্দ থেকে ৪০জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ প্রতিনিধি মুহিবুর, আলোর পাঠশালা বিদ্যালয়ের মুখপাত্র (সার্বিক) আব্দুল্লাহ আল মাছুম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মিফতাউল ইসলাম এলিন, আবু বক্কর সিদ্দিক, হুসাইনসহ শিক্ষক তালিম, অন্তর, নাঈম, কলি, প্রীতি প্রমুখ।

1027 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন