৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় লেডিস ক্লাবের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া লেডিস ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর বুধবার লেডিস ক্লাব কার্যালয়ে মহিলাদের অংশগ্রহণে আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লেডিস ক্লাব সভাপতি ইউএনও সহধর্মিনী ফাহমিদা বেগম এর সভাপতিত্বে ও ক্লাব সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের এর উপস্থাপনায় অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুসহ নিহত বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম ও উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন। অনুষ্ঠানে লেডিস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী একজন অসহায় গর্ভবতী মা-কে চিকিৎসা সহায়তা বাবদ নগদ ৩ হাজার টাকার অনুদান এবং ৪ জন অসহায় দুস্থ মহিলার জীবনমান উন্নয়নের জন্য ৪ টি সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

576 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন