৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ মিলাদ

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর নির্দেশনায় কুলাউড়া উপজেলা ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে পাক-হানাদারদের হাতে শহীদ বুদ্ধিজীবিসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজুর পরিচালনায় মঙ্গলবার কুলাউড়া শহরস্থ দক্ষিণবাজার জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা ছয়ফুর ইসলাম ছয়ফুর,হোসেন মনসুর,শ্রমিকলীগ নেতা আহবাব হোসেন রাসেল,এমপি অফিসের সমন্বয়ক খায়রুল আলম কয়ছর ও বিশেষ সহকারী শেখ রুহেল আহমদসহ মসজিদের মুসল্লীরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাও. একরামুল হক ভাদেশ্বরী।

555 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন