প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা শহরস্থ মিলি প্লাজার ব্যবসায়ী আব্দুল মনাফ (৩৫) শনিবার রাতে শহর থেকে তার বাড়ি আলমপুরে ফেরার পথে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মনাফের ভাই আজির উদ্দিন জানান, ভূকশিমইল ইউনিয়নের আলমপুর নিবাসী তার ছোট ভাই মনাফ প্রতিদিন সিএনজিযোগে বাড়ী থেকে কুলাউড়া শহরস্থ মিলি প্লাজার মনাফ টেলিকম ব্যবসা প্রতিষ্ঠান যাতায়াত করেন। গত শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত মনাফ বাড়ী ফিরে না আসায় তার ফোন নাম্বারে বার বার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতে আত্মীয়দের বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাড়ির সম্মুখে কিছু রক্তের আলামত পাওয়া যায়। খবর পেয়ে রাতে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ী মনাফের ভাই আজির উদ্দিন রোববার কুলাউড়া থানায় একটি জিডি করেছেন বলে থানাসুত্রে জানা গেছে। নিখোঁজ মনাফের সন্ধানের জন্য পুলিশসহ তার স্বজনরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।