প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০
ডেক্স রিপোর্ট :: কোভিড-১৯ এ আক্রান্ত সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বিশিষ্ট কবি সাহিত্যিক এ,এইচ,এম মোফাজ্জল করিম হাসপাতালের চিকিৎসা শেষে সিলেট শহরের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
সাবেক সচিব মোফাজ্জল করিম ঢাকায় তার নিজ বাসায় করোনায় আক্রান্ত হয়ে এপোলো হাসপাতাল ও পরবর্তীতে করোনা হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর হাসপাতাল থেকে রিলিজ হন। বর্তমানে ডাক্তারের পরামর্শে তিনি সিলেট শহরস্থ তার মেয়ে সিলেট ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান করিম ও জামাতা সহকারী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমদ এর বাসায় হোম আইসেলেশনে রয়েছেন।
কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়নের বেরকুড়ী নিবাসী এ,এইচ,এম মোফাজ্জল করিম তার আশু রোগ মুক্তির জন্য শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।