প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ট ৫ “জয়িতাদের সম্বর্ধনা” প্রদান করা হয়েছে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, জেলার শ্রেষ্ট জয়িতা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, রাউৎগাও চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ইউসিসিএ চেয়ারম্যান ফজলুল হক ফজলু, তথ্য সেবা কর্মকর্তা পিয়ারা আক্তার রুবি, সুচনা প্রকল্পের তৌহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রেষ্ট জয়িতা রীনা বেগম, নওশীন আক্তার, সাদিয়া শাফলা প্রমুখ।
সভায় সম্বর্ধিত উপজেলা পর্যায়ে শ্রেষ্ট ৫ জয়িতার মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বরমচাল নন্দনগরের জেসমিন সুলতানা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়চন্ডীর রামপাশার রিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট কুলাউড়া পৌরসভার জয়পাশা নিবাসী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সফল জননী জয়চন্ডীর রামপাশা নিবাসী ফাতেহা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নুতন উদ্যমে জীবন শুরু করা নারী টিলাগাও ইউনিয়নের পাল্লাকান্দি নিবাসী প্রিয়া বেগম (মনি)কে শ্রেষ্ট জয়িতার ক্রেষ্ট ও সনদ বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান।