১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় ব্যবসায়ী নেতা জাহেদের মাতৃবিয়োগ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদের মাতা সুরেতুন্নেছা সোমবার (৭ ডিসেম্বর) সকালে কুলাউড়া শহরস্থ মহিলা কলেজ রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমার ১ম জানাজা আজ বেলা ২টায় উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণে ও ২য় জানাজা বিকেল ৪:৩০ মিনিটে মরহুমার নিজ গ্রাম ভূকশিমইল ইউনিয়নের গৌরকরণ সপ্তগ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ : মোছা. সুরেতুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খাঁন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খাঁন সাহেদ, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজিদ খাঁন বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, নব নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, এমপি অফিসের সমন্নয়ক খায়রুল আলম কয়ছর ও বিশেষ সহকারী শেখ রুয়েল আহমদ প্রমুখ।

615 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন