৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ব্রাহ্মনবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মনবাজার সিএনজি ফিলিং ষ্টেশন ব্যবসায়ী সমিতির আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মনবাজার সিএনজি ফিলিং ষ্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম ওসমানীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কুলাউড়া থানার নবাগত ওসি বিনয় ভুষন রায় এলাকার মাদক নির্মুল, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে ও আইনশৃংখলার উন্নয়নে পুলিশকে সঠিকভাবে দায়িত্ব পালনে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন ও কাদিপুর ইউনিয়নের মেম্বার মনির মিয়া। বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আব্দুস সহিদ, ব্যবসায়ী ময়জুল ইসলাম, সমিতির সহ-সভাপতি আব্দুর রব কামাল, সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক আমির আরমান চৌধুরী, বিডি মেইল সম্পাদক একেএম জাবের, প্রিয় বাংলা সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ। সভায় সমিতির নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

760 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন