প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা রজব আলী ও কমল কান্তি ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা স্কাউট সম্পাদক সহ-শিক্ষক সোহেল আহমদ ও কমিশনার প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, এমপি অফিসের সমন্বয়কারী খায়রুল আলম কয়ছর, শিল্পকলা একাডেমী সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল, উদীচি সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, রিপোটার্স ইউনিটির সম্পাদক আশিষ ধর প্রমুখ। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, বিশিষ্ট আইনজীবি এটিএম মান্নান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যাংক ম্যানেজার, স্কুল-কলেজ মাদ্রাসা প্রধান, চা-বাগান ম্যানেজার, বিভিন্ন পেশাজীবি ও ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সৌধ’এ পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় জাতীয় পতাকার অবমুল্যায়ন না করে বাসা-বাড়ী, দোকান-পাঠ ও প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য লিফলেটসহ ব্যাপক প্রচারনার ও বিজয় দিবসে জাতীয় পতাকার অবমুল্যায়নরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে একটি পরিদর্শন টিমকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।