প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০
স্টাফ রিপোর্ট :: কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজারের গ্রীনভিউ সিএনজি ফিলিংস্টেশন সংলগ্ন সকল ব্যবসায়ীদের নিয়ে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আবুল কাশেম উসমানীকে সভাপতি, আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক ও আমির আরমান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহিদ, সহ সভাপতি আব্দুর রব কামাল, আফছর আহমেদ, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হারুন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলামিন আহমেদ, মারুফ আহমেদ, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সহ প্রচার সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মো. চাঁন মিয়া, ক্রীড়া সম্পাদক লিটন বিশ্বাস, সহ ক্রীড়া সম্পাদক সামাদ মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক কারী রাছেল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক স্বপন দেব নাথ।
নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম উসমানী বলেন, আমাকে ২য় মেয়াদে সভাপতি মনোনীত করায় সকল ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহপাকের দরবারে লাখো কুটি শুকরিয়া। আগামী দিনে ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত থেকে অত্র এলাকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।